History of condoms
The most famous king of ancient Egypt is Tutankhamun.
After discovering her burial site, British archaeologist Howard Carter was stunned by its opulence. Said, "Wonderful things!" It is truly a wonderful thing. On November 4, 1922, the entrance to the tomb of the late emperor of Egypt suddenly fell into the hands of a worker. The centenary of that discovery was completed a few days ago. However, it was not until 1925 that Tutankhamun's mummy was discovered, including a gold urn. Tutankhamun was a teenage king or pharaoh of ancient Egypt 3500 years ago. After the death of his father, he sat on the throne at the age of 9. After ruling for 10 years, he died suddenly due to mysterious reasons. For some unknown reason, the young pharaoh was quickly buried with great opulence. The entrance to Tutankhamun's tomb was covered by debris from other excavations. So after a lot of searching, the tomb was not revealed for a long time.
প্রাচীন মিসরের সবচেয়ে বিখ্যাত রাজা তুতেনখামেন।
তার সমাধিস্থল আবিষ্কারের পর এর ঐশ্বর্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার। বলে উঠেছিলেন, “ওয়ান্ডারফুল থিংস!” সত্যিই এক বিস্ময়কর ব্যাপার বটে। ১৯২২ সালের ৪ নভেম্বর মিশরের অকালপ্রয়াত সম্রাটের সমাধিতে প্রবেশের পথ আচমকাই বেরিয়ে পড়ে এক শ্রমিকের হাতে। সেই আবিষ্কারের শতবর্ষ পূর্ণ হলো কিছু দিন আগে। যদিও তুতেনখামেনের সোনার শবাধার-সহ মমি আবিষ্কার হতে সময় গড়িয়ে যায় ১৯২৫ পর্যন্ত। ৩৫০০ বছর আগে প্রাচীন মিশরের কিশোর রাজা বা ফারাও ছিলেন তুতেনখামেন। পিতার মৃত্যুর পরে ৯ বছর বয়সেই সিংহাসনে বসেন। ১০ বছর রাজত্ব করার পরে হঠাৎই রহস্যময় কারণে মৃত্যু। অজানা কোনো কারণে বেশ তাড়াতাড়ি কিশোর ফারাওকে বিপুল ঐশ্বর্য-সহ সমাধিস্থ করা হয়। তুতেনখামেনের সমাধির প্রবেশপথ ঢাকা পড়ে গিয়েছিল অন্যান্য খননের ধ্বংসাবশেষে। তাই বিস্তর খোঁজাখুঁজির পরও দীর্ঘ সময় কিছুতেই প্রকাশ্যে আসেনি সেই সমাধি।
Tutankhamun's tomb was small compared to the splendor of the pharaohs.
He was hastily buried within 70 days of his death. According to ancient Egyptian belief, after the death of a pharaoh or other important person, it was customary to leave all the things they used with the corpse. The whole world was stunned by the opulence of the golden couch, golden throne, and golden coffin in Tutankhamun's tomb. Not only gold! Silver, mahogany wood, ivory - what was there in the closed chamber of the tomb. A small leather pouch was found with the mummy, along with a belt for tying it around the waist. It is later understood that the object is actually an original condom. What a surprise! Thousands of years ago, the ancient Egyptians also knew the use of condoms! DNA tests found in the condom revealed that it was used by Tutankhamun himself.
The researchers also concluded that the condom, made of thin cowhide, was provided with the mummy as a contraceptive device, not linked to any ancient practice. Not only that, Tutankhamun was mummified with his penis raised almost 90 degrees. The lingam disappeared shortly after the mummy was discovered, it was later discovered that it had been dismantled and placed elsewhere.
ফারাওদের বৈভবের নিরিখে তুতানখামেনের সমাধিক্ষেত্র বেশ ছোটই ছিল।
তার মৃত্যুর পর ৭০ দিনের মধ্যে বেশ তড়িঘড়ি করে তাকে সমাধিস্থ করা হয়েছিল। প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুসারে, ফারাও বা অন্য গুরুত্বপুর্ণ ব্যক্তিদের মৃত্যুর পর তাদের ব্যবহৃত যাবতীয় সামগ্রী মৃতদেহের সঙ্গে রেখে দেওয়ার রীতি ছিল। তুতেনখামেনের সমাধিতে স্বর্ণপালঙ্ক, স্বর্ণসিংহাসন, সোনার শবাধারের ঐশ্বর্যে তামাম বিশ্ব হতচকিত হয়ে পড়ে। সোনা তো শুধু নয়! রুপো, মেহগনি কাঠ, হাতির দাঁত- কী ছিল না সমাধির বদ্ধ কক্ষে। মমির সঙ্গেই পাওয়া গিয়েছিল একটি ছোট চামড়ার থলি, সঙ্গে কোমরে বেঁধে নেয়ার ফিতে। পরে বোঝা যায়, জিনিসটি আসলে আদি কন্ডোম। বিস্ময়ের কথাই বটে! কয়েক হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রাও কন্ডোমের ব্যবহার জানতেন! কন্ডোমের মধ্যে পাওয়া ডিএনএ পরীক্ষায় জানা গেল, সেটি স্বয়ং তুতেনখামেনেরই ব্যবহৃত।
গবেষকরা এই সিদ্ধান্তেও পৌঁছন যে, কন্ডোমটি গরুর পাতলা চামড়া দিয়ে তৈরি, সেটি গর্ভনিরোধক সরঞ্জাম হিসাবেই মমির সঙ্গে দেওয়া হয়েছিল, কোনো প্রাচীন রীতি পালনের সঙ্গে এর যোগসূত্র নেই। শুধু তাই নয়, তুতেনখামেনের লিঙ্গটি প্রায় ৯০ ডিগ্রি উত্থিত করে তাকে মমি করা হয়েছিল। মমি আবিষ্কারের কিছু পরেই লিঙ্গটি নিখোঁজ হয়, পরে জানা যায়, সেটি ভেঙে অন্যত্র রাখা হয়েছিল।
This condom found in Tutankhamun's mummy is the oldest discovered condom in history. Possible causes of the raised penis are related to religion. Egyptian civilization tried to see Tutankhamun as an incarnation of the god Osiris. On the other hand, the ancient Egyptians started using different colored condoms. There were different colored condoms for people of different social strata.
Condoms have an ancient history beyond Egypt. According to information from the Cairo Library and old research, King Minos of the ancient Greek island of Crete faced a problem. Queens were dying surprisingly soon after intercourse with the king.
The idea that there are snakes and bees in the sperm of the king is also spreading.
This time the wise Queen Pacifica came up with a way. Put the thin skin of a pig on his genitals and have intercourse with the king. The queen survives and eventually gives birth to 8 children.
The Cahun Medical Papyrus was written in ancient Egypt 1800 years before the birth of Jesus. The ancient Egyptians followed suit by mixing crocodile dung with other natural herbs to create contraceptives. This substance was originally used by women on their genitals. Crocodile feces are acidic, which kills sperm instantly. Current research, however, suggests the opposite.
Being acidic increases the chances of successful fertilization, not decreases. So there is a doubt about how many sperm were killed in crocodile feces. Ancient Indians, however, tried using elephant dung instead of crocodile to prevent pregnancy. Although the Romans didn't think much of condoms at first, they were later concerned about the venereal disease syphilis. They started using animal skins to protect themselves from syphilis.
তুতেনখামেনের মমিতে পাওয়া এই কন্ডোম ইতিহাসের প্রাচীনতম আবিষ্কৃত কন্ডোম। উত্থিত লিঙ্গের সম্ভাব্য কারণ ধর্মাচরণের সঙ্গে যুক্ত। মিশরীয় সভ্যতার রীতি অনুসারে তুতেনখামেনকে দেবতা ওসিরিসের অবতার হিসেবে দেখার চেষ্টা ছিল। অন্য দিকে, প্রাচীন কালেই মিশরবাসী নানা রঙের কন্ডোম ব্যবহার শুরু করেছিলেন। বিভিন্ন সামাজিক স্তরের লোকজনের জন্য নির্দিষ্ট বর্ণের কন্ডোমের চল ছিল।
কন্ডোমের প্রাচীন ইতিহাস মিশরের বাইরেও রয়েছে। কায়রো লাইব্রেরি এবং পুরনো গবেষণার তথ্য হাতড়ালে দেখা যায়, প্রাচীন গ্রিসের ক্রিট দ্বীপের রাজা মিনোস এক সমস্যায় পড়েন। রাজার সঙ্গে সঙ্গমের পরেই আশ্চর্যজনক ভাবে মারা যাচ্ছিলেন রানিরা।
রাজার শুক্রাণুতে নাকি সাপ ও বিছে রয়েছে, এমন ধারণাও দানা বাঁধে। এই সময় বুদ্ধিমতী রানি পাসিফি একটি উপায় বার করেন। শুয়োরের পাতলা চামড়া নিজের যৌনাঙ্গে লাগিয়ে রাজার সঙ্গে মিলিত হন। প্রাণে তো বাঁচেনই রানি, শেষে ৮টি সন্তানের জন্মও দেন। যিশুর জন্মের ১৮০০ বছর আগে প্রাচীন মিশরে ‘কাহুন মেডিক্যাল প্যাপিরাস’ রচিত হয়েছিল। প্রাচীন মিশরীয়রাও সেই পুঁথি অনুসরণ করে কুমিরের মলের সঙ্গে অন্যান্য প্রাকৃতিক ঔষধি মিশিয়ে তৈরি করতেন গর্ভনিরোধক পদার্থ। এই পদার্থ মূলত নারীরা তাদের যৌনাঙ্গে ব্যবহার করতেন। কুমিরের মল অ্যাসিডিক, যা কিনা শুক্রাণুগুলোকে নিমেষে নিকেশ করত। বর্তমান গবেষণা অবশ্য জানাচ্ছে উল্টো কথা।
অ্যাসিডিক হলে সফল নিষেক হবার সম্ভাবনা কমে না, বরং বেড়ে যায়। তাই কুমিরের মলে কতগুলো শুক্রাণু বধ হতো, সে নিয়ে সন্দেহ রয়েছে। প্রাচীন ভারতীয়রা অবশ্য কুমিরের বদলে হাতির মল দিয়ে গর্ভ নিরোধনের চেষ্টা চালিয়েছিলেন। রোমানরা প্রথমে কন্ডোম নিয়ে তেমন ভাবিত না হলেও, পরে তাদের চিন্তায় ফেলেছিল যৌন রোগ সিফিলিস। সিফিলিসের হাত থেকে নিজেদের রক্ষা করতে তারা প্রাণীর চামড়ার ব্যবহার শুরু করেন।
So shortly after the Egyptians, the Romans made a settlement of making condoms out of the thin skins of animals (mainly goats and sheep). The Chinese were not far behind. They also made condoms by mixing special oil with silk. At that time, the Japanese learned to use kabuto-gata to cover the mouth of the male genitalia. Originally kabuto-gata was made using a tortoise shell.
The ancient inhabitants of New Guinea started using extracts of selected plants on the female body as a contraceptive. In almost all civilizations of the time, males used funnels made of special leaves six inches long, open at one end and closed at the other end, into the female genitalia just before copulation.
The 16th-century Italian physiologist Gabriel Fallopio discovered that wearing thin sheepskin and goatskin caps on men's genitals prevented serious venereal diseases such as syphilis. In the fifteenth century when the venereal disease syphilis
In the French army, the use of condoms became mandatory. From that time, condoms made from thin animal skins began to be widely used. Not only that but condoms are also made using fish scales.
Condoms became widely used as a contraceptive in England in the seventeenth century. At that time the population of England also fell suddenly. But American chemist Charles Goodyear's practical application of vulcanized rubber shocked the world. He first mixed sulfur with rubber to give the idea of an elastic, flexible, durable modern condom. In 1860, the modern condom empire began to spread.
তাই মিশরীয়দের কিছু পরে রোমানরা প্রাণীদেহের (মূলত ছাগল ও ভেড়ার) পাতলা চামড়া দিয়ে কন্ডোম তৈরির একটা বন্দোবস্ত করেছিলেন। পিছিয়ে ছিলেন না চিনারাও। সিল্কের সঙ্গে বিশেষ তেল মিশিয়ে তারাও কন্ডোম তৈরি করে ফেলেন। জাপানিরা তো তত দিনে কাবুতা-গাতার ব্যবহার শিখেছে পুরুষ যৌনাঙ্গের মুখ ঢাকতে। মূলত কচ্ছপের খোল ব্যবহার করে কাবুতা-গাতা তৈরি হত।
নিউগিনির প্রাচীন বাসিন্দারা গর্ভনিরোধক হিসেবে বিশেষ কিছু নির্বাচিত উদ্ভিদের নির্যাস স্ত্রীদেহে ব্যবহার শুরু করেছিলেন।
সে সময়ের প্রায় সব সভ্যতায় পুরুষেরা মিলনের ঠিক পূর্বে স্ত্রী যৌনাঙ্গে ছয় ইঞ্চি লম্বা বিশেষ পাতা দিয়ে প্রস্তুত ফানেল ব্যবহার করতেন, যার একমুখ খোলা অন্য প্রান্ত বন্ধ।
ষোড়শ শতকের ইতালীয় শরীরতত্ত্ববিদ গাব্রিয়েল ফালোপ্পিও পুরুষের যৌনাঙ্গে ভেড়া ও ছাগলের পাতলা চামড়ার টুপি পরিয়ে পরীক্ষা করে দেখেন, তাতে সিফিলিসের মতো মারাত্মক যৌন রোগ বাধাপ্রাপ্ত হয়। পঞ্চদশ শতকে যখন যৌন রোগ সিফিলিসআছড়ে পড়ে ফ্রান্সের সেনাদলে, তখন কন্ডোম ব্যবহার আবশ্যিক হয়ে পড়ে। সেই সময় থেকে প্রাণীদেহের পাতলা চামড়া দিয়ে কন্ডোম তৈরির বহুল ব্যবহার শুরু হয়। শুধু তাই নয়, মাছের নাড়িভুঁড়ি ব্যবহার করেও তৈরি হয়েছে কন্ডোম।
সপ্তদশ শতকে ইংল্যান্ডে বহুল ভাবে গর্ভনিরোধক ব্যবস্থা হিসেবে কন্ডোমের প্রচলন শুরু হয়। সে সময় ইংল্যান্ডের জনসংখ্যাও আচমকা কমে যায়। তবে আমেরিকান রসায়নবিদ চার্লস গুডইয়ারের ভালোকানাইজড রবারের ব্যবহারিক প্রয়োগ বিশ্বকে চমকে দেয়।
তিনি প্রথম রবারের সঙ্গে গন্ধক মিশিয়ে স্থিতিস্থাপক, নমনীয়, টেকসই আধুনিক কন্ডোমের ধারণা দেন। ১৮৬০ থেকে শুরু হয় আধুনিক কন্ডোমের সাম্রাজ্য বিস্তার।
Post a Comment
If you have any doubts, please let me know.