This plant can be seen among other weeds near old buildings or along roads. White flowers bloom on the curved stems of this plant. This flower is white like ivory. The tree grows here and there with the weeds so it escapes the general view. Approximately one and a half feet tall. The tree trunk is hollow and soft. There are small hairs all over the body. The upper trunk of the tree is square, and the lower part is relatively round. Sanskrit name Srihastini[1].
পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল।
গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম।
সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী
The scientific name is Heliotropium indicum, and the English name is 'Indian heliotrope'.
বৈজ্ঞানিক নাম হেলিওট্রোপিয়াম ইনডিকাম Heliotropium indicum, এবং ইংরেজি নাম 'Indian heliotrope'।
Benefits of Hatishur Tree:
(1) Its leaf juice is used to cure red chaka chaka spots due to fungal infection in the body.
(2) If the leaves are twisted and slightly heated and applied to the swelling, the swelling decreases.
(3) In fever and cough, the root of this plant is boiled with water and used to make a decoction.
(4) Poisonous insect bites – The application of leaf juice reduces burning and swelling.
(5) In traumatic swelling – leaves are twisted and applied with a little heat, to reduce swelling and pain.
(6) Those who have a cold can drink two spoonfuls of the juice of this elephant leaf, it will cure your cold.
(7) Typhoid fever: The leaves of this plant can be an effective solution to typhoid disease. The juice of its leaves mixed with warm water is good for typhoid.
(8) Eczema: To get rid of eczema, bruise the leaves of the palm tree and give them to the affected area. In this way, the eczema will be cured after a few days of use.
(9) Rheumatic rheumatism: Mix the juice of the leaves with castor oil and apply on the knots.
(10) Swelling of the gums: The swelling of the gums is reduced in the root of the gums of a person suffering from gingivitis.
11) Cut and tear: If the leaves of Hatishur are bruised on the cut and torn place, juice should be given in it, the cut and torn will heal.
(12) Acne: In case of acne or its scar, the leaves of the elephant tree and its young branches are bruised and applied on the acne 1 hour before going to bath in the afternoon, the acne heals and no more acne occurs.
(14) For pharyngitis – mix the juice of the leaves with a little hot water and gargle.
(১)দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।
(২)ফোলায় পাতা বেঁটে অল্প গরম করে ফোলায় লাগালে, ফোলা কমে যায়।
(৩) জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।
(৪) বিষাক্ত পোকার কামড়ে – পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়।
(৫) আঘাতজনিত ফোলায় – পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।
(৯)রিউম্যাটিক বাতে: রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়।
১১)কাটা ছেঁড়া: কাটা ছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাটা ছেঁড়া ঘুচে যাবে।
(১৪)ফ্যারিঞ্জাইটিস রোগে – পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা।
Post a Comment
If you have any doubts, please let me know.