He who is lazy in worship will fail to do great things in life. He who does not know and love his Lord is incapable of loving anything else.
Remember why God created us.
Allah is nearer than our neck veins. So fear him. Remember His punishment.
Time is precious. Time is very important for a believer. Believers find mercy in everything. So always hope for mercy.
যে ইবাদতের অলসতা করে সে জীবনে অনেক বড় কিছু করতে ব্যর্থ হবে। যে তার প্রভুকে চিনে না,ভালবাসতে পারে না সে অন্য কোনো কিছু কে ভালোবাসতে অপারগ হবে।
- আল্লাহ যে কেন আমাদের সৃষ্টি করেছেন সেই বিষয় টি মাথায় আনুন।
- আমাদের ঘাড়ের শিরা থেকেও আল্লাহ অতি নিকটে। তাই তাঁকে ভয় করুন। তাঁর শাস্তির কথা স্মরণ করুন।
- সময় অতি মূল্যবান। মুমিনের জন্য সময় অনেক গুরুত্বপূর্ণ। মুমিন সবকিছু তে রহমত খুঁজে। তাই সবসময় রহমতের জন্য আশা রাখুন।
There are certain commandments, know them well and apply them in all areas of life.
When it's time for prayer, when it's time for fasting, make sure to observe it first.
Finish the work at hand with the call to prayer. Check the time of Azaan and prepare everything beforehand. Because the first sentence of Azan is "Allahu Akbar". Now where Allah is declaring to be the greatest, how will my actions, my unwillingness be great??
- কিছু আদেশ নির্দেশ আছে, তা ভালো করে জানুন এবং জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ করুন।
- নামাজের সময় হলে, রোজার সময় হলে অবশ্যই আগে তা পালনের জন্য মনোভাব সৃষ্টি করুন।
- আযানের সাথে সাথে হাতের কাজ শেষ করুন। আযানের সময় দেখে এর আগেই সব গুছিয়ে নিন। কারণ আযানের প্রথম বাক্য,"আল্লাহু আকবর"। এখন যেখানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিচ্ছে, সেখানে আমার কাজ,আমার অনিচ্ছা কীভাবে বড় হবে??
Post a Comment
If you have any doubts, please let me know.