আপনি একজন ফরমালিনবিহীন জ্যান্ত মানুষ, মশারা সেটা প্রমাণ করে গেছে। ধন্যবাদ জানানো উচিৎ তাদের🤪

You are a living man without formalin, mosquitoes have proved it. They should be thanked


আমাদের বাড়িতে খুব মশা।

mosquitoes in our house.


তবে তারা সাধারণ মশা নয়। স্মার্ট, প্রশিক্ষণপ্রাপ্ত খেটে খাওয়া মশা। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন।

There are many But they are not ordinary mosquitoes. Smart, trained mosquitoes. Not believing? see this,




এটা আমার হাত। মশারির ভেতরে ঘুমিয়ে আছি। ঘুমের মধ্যে কোনোভাবে আমার হাত মশারির গায়ে ঠেকে ছিলো। আর মশারির বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মশারা দল বেঁধে ভুরিভোজ শুরু করেছে।

this is my hand I am sleeping inside the mosquito net. Somehow my hand got stuck on the mosquito net while sleeping. And after waiting for hours outside the mosquito net, the mosquitoes have gathered and started feasting.


বুঝতেই পারছেন, মশারির মধ্যে ঢুকে গেলেই আর আজকাল রক্ষা পাবেন না। ঘরও মশা শূন্য করতে হবে।

এই অবস্থায় মশারি না টাঙ্গালে চলে? 😐😐

You understand, if you enter the mosquito net, you will not be saved these days. The house should also be free of mosquitoes.


In this situation, do not hang mosquitoes? 😐😐





Post a Comment

If you have any doubts, please let me know.

 
Top